ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুকুরে গোসল করতে গিয়ে দাদি-নাতনির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
পুকুরে গোসল করতে গিয়ে দাদি-নাতনির মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মেসর উদ্দিনের স্ত্রী শাহেরা খাতুন (৬৫) ও তার নাতনী জান্নাত আক্তার (৪)।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে শাহেরা খাতুন ও জান্নাত আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু র্দীঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদেরকে মৃত অবস্থায় পুকুরে ভাসেতে দেখে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এসআই আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।