বগুড়া: বগুড়ায় প্রতিবন্ধী নারীদের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বেসরকারি সংস্থা ওমেন উইথ ডিজএ্যাবিলিটস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ)।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডব্লিউডিডিএফ- এর জেলা সমন্বয়কারী আব্দুলাহ আল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি, বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। সভার উদ্দেশ্য বর্ণনা করেন ডব্লিউডিডিএফের প্রোগ্রাম সমন্বয়কারী হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে প্রতিবন্ধীতা এবং সহিংসতা বিষয়ের ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে প্রধান আলোচকের বক্তব্যে ডব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি জানান, ডব্লিউডিডিএফ বগুড়ার জেলার সদর, সোনাতলা ও কাহালু উপজেলায় প্রকল্পের মাধ্যমে নারী প্রতিবন্ধীদের অধিকার আদায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে। এ সংগঠনের আওতায় জেলার সদর উপজেলায় ৩৮৯ জন, সোনাতলা উপজেলায় ৩৮৬ জন ও কাহালু উপজেলা ৩৭৪ জন নারী প্রতিবন্ধী রয়েছে। জেলার তিন উপজেলায় ১০৫৪ জনের মধ্যে সার্ভে করে দেখা গেছে, এর মধ্যে নিরক্ষর রয়েছে ৪৯৩ জন ও অধ্যয়নরত রয়েছে ৭৬ জন।
তিনি জানান, সার্ভেতে তিন উপজেলায় ১১৪৯ জন প্রতিবন্ধী নারীর মধ্যে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন ৩২০ জন, এরমধ্যে ৩০০ জন একাধিকবার হয়রানির শিকার হয়েছেন। হয়রানির অনেক অভিযোগ আদালতে এখনও বিচারধীন রয়েছে।
এরপর সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা সভা হয়, উন্মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সমুদ্র হক, প্রতিদিনের বাংলাদেশ বগুড়া ব্যুরো চিফ মোহন আখন্দ, দেশ রুপান্তরের বগুড়া প্রতিনিধি জনি সাখাওয়াত, বণিক বার্তার বগুড়া ব্যুরো এইচ আলিম, এটিএন নিউজের বগুড়া ব্যুরো চপল সাহা, ইত্তেফাকের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মিলন রহমান, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার নাসিমা সুলতানা ছুটু ও হাফিজা বিনাসহ অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিকরা সমসাময়িক প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর সহিংসতা ও তা প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
কেইউএ