ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি তৈরির তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত শুক্রবার (১৫ ডিসেম্বর) মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন।
রাশিয়ার মুখপাত্র বলেন, গত ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশের বিরোধী দল দেশটির বিভিন্ন অংশে সরকারবিরোধী বিক্ষোভ, সমাবেশ, বাসে অগ্নিসংযোগসহ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এসব ঘটনায় সরাসরি পশ্চিমা বিশ্বের ঢাকা মিশনের সম্পৃক্ততা আমরা খুঁজে পেয়েছি। যার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ডের কথা গত ২২ নভেম্বর আমাদের ব্রিফিংয়ে উল্লেখ করেছি।
সামনের দিনে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মারিয়া জাখারোভা। তিনি বলেন, সামনের দিনে পশ্চিমারা বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে বড় ধরনের চাপ প্রয়োগ করবে, যার মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির শিল্পকারখানা এর আক্রমণের শিকার হতে পারে। ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে এসব ঘটনা ঘটিয়ে দেশটিকে অস্থিতিশীল করার পাঁয়তারায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর তৎপরতা চালাচ্ছে।
রাশিয়ার মুখপাত্র আশা প্রকাশ করেন, বহিরাগত শক্তির সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের শাসনক্ষমতা ইস্যুতে জনগণ সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
টিআর/এইচএ/