ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঢামেকে কারাবন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, ফেব্রুয়ারি ১১, ২০২৪
ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারুন আর রশিদ (৫৩) এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি কারাগারে সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।

তার কয়েদি নম্বর ৭৯৭৬/এ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্রে জানা যায়, বন্দি হারুনকে ডায়ালাইসিস ও উন্নত চিকিৎসার জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। পরে আজ সকালে তার মৃত্যু হয়। হারুন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাবুপুর সাটুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কারা সূত্রে আরও জানা যায়, ওই বন্দিকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর আগে ওই বন্দিকে অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।