ঢাকা, শুক্রবার, ২৫ শ্রাবণ ১৪৩১, ০৯ আগস্ট ২০২৪, ০৩ সফর ১৪৪৬

জাতীয়

ড. ইউনূসের সরকা‌রকে অ‌ভিনন্দন শেহবাজ শরীফের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
ড. ইউনূসের সরকা‌রকে অ‌ভিনন্দন শেহবাজ শরীফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

ঢাকা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সয়ে এক পো‌স্টে অ‌ভিনন্দন জানান।

শেহবাজ শরীফ ব‌লেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি।

পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে নতুন সরকা‌রের স‌ঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার  নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।