ঢাকা, শনিবার, ২৬ শ্রাবণ ১৪৩১, ১০ আগস্ট ২০২৪, ০৪ সফর ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ডাকাত সন্দেহে আটক ৩

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
নরসিংদীতে ডাকাত সন্দেহে আটক ৩

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছেন আনসার ভিডিপির সদস্যরা।  

শনিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার হেতেমদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার।

আটকরা হলেন-মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। ভোর ৫টার দিকে হেতেমদী পেট্রল পাম্পের কর্মচারীরা তিনজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। পরে টহলরত আনসার সদস্য শুকুন্দী ইউনিয়ন দলনেতা মো. বুরুজ মিয়া, পৌরসভা ওয়ার্ড দলনেতা মো. মামুন মিয়া, সহকারী আনসার কোম্পানি কমান্ডার মো. দুলাল মিয়া, চন্দনবাড়ী ইউনিয়ন আনসার কমান্ডার মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাদের থানা হাজতে আটক রাখা হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আনসার ভিডিপি সদস্যরা সড়কে ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি রাতে দূরপাল্লার গাড়ির নিরাপত্তা নিশ্চিতে টহল দিয়ে যাচ্ছে। শনিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটকরা বিভিন্ন এলাকায় চুরি করে বলে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।