ঢাকা, শনিবার, ২৬ শ্রাবণ ১৪৩১, ১০ আগস্ট ২০২৪, ০৪ সফর ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর নিরাপত্তায় সক্রিয় আড়াইহাজার থানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
সেনাবাহিনীর নিরাপত্তায় সক্রিয় আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জ: ভাঙচুর ও লুটতরাজ ঠেকাতে সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাকে।

শনিবার (১০ আগস্ট) থেকে সেনাবাহিনীর একটি টিম এ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়।

৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ এ তিন উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর একটি সূত্র জানায়, থানা কেউ যাতে ক্ষতি করতে না পারে এবং লুটতরাজ করতে না পারে সেজন্য আমাদের একটি টিম সেখানে দায়িত্বে রয়েছে। আশা করি কোনো দৃষ্কৃতকারী থানার আর ক্ষতি করতে পারবে না।

প্রসঙ্গত, ৫ আগস্ট আড়াইহাজার থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুবৃর্ত্তরা। প্রায় প্রতিদিনই হচ্ছে জিনিসপত্র লুট। যাতে লুট করতে না পারে সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। অপর দিকে গোপালদী তদন্ত কেন্দ্রে অস্থায়ীভাবে শনিবার চালু হয়েছে থানার কার্যক্রম।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।