গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- জামাল হোসেন (৩৮)। তিনি ময়মনসিংহের ভালুকা এলাকায় একটি কারখানায় চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মোটরসাইকেল চালিয়ে জামাল হোসেন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় পৌঁছায়। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ময়মনসিংহের ভালুকা এলাকায় একটি কারখানার চাকরি করতেন। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
আরএস/জেএইচ