ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ওসিসহ ২৫ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
কুমিল্লায় ওসিসহ ২৫ জনের নামে মামলা

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলি আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি করেন।

 

আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, বাঙ্গরা থানার আকুবপুকুর গ্রামের জয়দল হকের ছেলে ওবায়দুল্লাহ হক সিদ্দিকী (৪০), ত্রিশ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আল মামুন (৩০), মুরাদনগর গ্রামের আবু সাইদের ছেলে সাজিদ (২৫), বাহারামের কান্দা গ্রামের ইউসুফের ছেলে আরাফাত (২৫), নবীপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে মিজান (২৮), গ্রামের ফয়সাল (৩০), বাখর নগর গ্রামের সিদ্দিক সরকারের ছেলে এনামুল হক আসিফ (৩২), মুরাদনগরের কাউসার মিয়ার ছেলে মাহি (২৫),আলমগীরের ছেলে জিসান (২৫), নোয়াকান্দি গ্রামের ইকরাম (২২), একই এলাকার শারফিনের ছেলে সাইম (২০), নিমাইকান্দের নাঈম (২৫), বাখর নগরের আব্দুস সাত্তার মেম্বারের ছেলে মহিউদ্দিন (২৮), একই এলাকার ইউনুস মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৭), আনোয়ার হোসেনের ছেলে তৌহিদ রাসেল (২৮), একই এলাকার রাসেল (২৮),  ত্রিশ এলাকার সুধন মিয়ার ছেলে হাবিব (২৮), মুরাদনগর উত্তর পাড়ার সেলিম মিয়ার ছেলে ইমন (২৪), আলীর চরের আমির হোসেনের ছেলে ইব্রাহিম (৩২),  নবীপুরের মুজিব মিয়ার ছেলে মোস্তাফিজ (২৮), বাঙ্গরা বাজার থানা আকবপুরের মৃত আব্দুল কালামের ছেলে আবুল ফয়সাল (৩০), বাঁখর নগর এলাকার মৃত মদন মিয়ার ছেলে মো. মনির (২৮), একই এলাকার সরু মিয়ার ছেলে ইমরান।

মামলা সূত্রে জানা যায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি অটোরিকশা চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি অটোরিকশা স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান এক লাখ টাকা ঘুষ দাবি করেন। এর আগে উল্লেখিত অন্য আসামিরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

মামলার বাদী মেহেদী হাসান বলেন, বিনা কারণে পুলিশ আমার ভাইকে ধরে এনে চাঁদা দাবি করেন। আমি আদালতে হাজির হয়ে ন্যায় বিচারের লক্ষে মামলাটি করি।

ওসি জাহিদুর রহমান বলেন, আদালতে মামলা দায়েরের বিষয়টি শুনেছি। মামলার কপি দেখে এ বিষয়ে মন্তব্য করতে পারব।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।