ঢাকা: সংগঠন হিসাবে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর সংশোধনীর খসড়া শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ আইনটির সংশোধনী আবারও খতিয়ে দেখছে।
সংগঠনের বিচারে ‘সরকারের কোনো পিছুটান নেই’ বলেও জানান আইনমন্ত্রী।
রাষ্ট্রপতিকে দেওয়া বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরীর চিঠির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করনো না।
বিচারপতি শামসুদ্দীন চৌধুরী রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন এবং বিষয়টি রাষ্ট্রপতির বিষয়। আমি এটার জবাব দিতে পারবো না।
বিচারপতি শামসুদ্দীন চৌধুরীকে এক বিএনপি নেতার ‘রং হেডেড’ মন্তব্যের বিষয়েও কথা বলেননি মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমআইএইচ/এএসআর