ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় শিক্ষকদের মানববন্ধন-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মাগুরায় শিক্ষকদের মানববন্ধন-সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ, টাইমস্কেল, সিলেকশন গ্রেড দেওয়াসহ ১০ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন শেষে মাগুরা জেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দিপক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনিউল ইসলাম মঞ্জু, মাসুমা আক্তার, আমিরুল ইসলাম, জেসমিন নাহার প্রমুক।

সমাবেশ থেকে অবিলম্বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।