লালমনিরহাট: লালমনিরহাট বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮০০ বোতল ফেনসিডিল ও আড়াই কেজি গাঁজাসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কেল) আদিবুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা(ডিবি) পুলিশ ও ৫টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল ও আড়াই কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে। এছাড়াও জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫টি থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি