ঢাকা: ঈদের কেনাকাটাকে স্বাচ্ছন্দ্য করতে রাজধানীর বিপণি বিতানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। বিশেষ করে নারী ক্রেতাদের কথা বিবেচনায় রেখে নারী পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।
কমিশনার বলেন, বসুন্ধরা সিটি, নিউমার্কেট, চাঁদনী চক, গুলশান ও বনানীসহ যেসব বিপণি বিতানে নারী ক্রেতারা বেশি কেনাকাটা করতে আসেন, সেগুলোতে পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, ঈদকে উৎসবমুখর করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এনএ/এসএস