ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিপণি বিতানে থাকবে নারী পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বিপণি বিতানে থাকবে নারী পুলিশ ফাইল ফটো

ঢাকা: ঈদের কেনাকাটাকে স্বাচ্ছন্দ্য করতে রাজধানীর বিপণি বিতানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। বিশেষ করে নারী ক্রেতাদের কথা বিবেচনায় রেখে নারী পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।

কমিশনার বলেন, বসুন্ধরা সিটি, নিউমার্কেট, চাঁদনী চক, গুলশান ও বনানীসহ যেসব বিপণি বিতানে নারী ক্রেতারা বেশি কেনাকাটা করতে আসেন, সেগুলোতে পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, ঈদকে উৎসবমুখর করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এনএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।