ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

সক্ষমতা বৃদ্ধিতে রূপগঞ্জে নারীদের প্রশিক্ষণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সক্ষমতা বৃদ্ধিতে রূপগঞ্জে নারীদের প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলার প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ শুরু করা হয়।



প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আনোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, নারী উন্নয়ন ফোরাম সদস্য আছমা বেগম, সামসুন্নাহার, শাহিনা আক্তার বৃষ্টি ওৱ জাহানারা বেগম প্রমুখ।

এ প্রশিক্ষণে ৭টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা থেকে মোট ২৮ জন সদস্য ও কাউন্সিলর অংশ গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।