বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ১টি পিকআপ ভ্যান, ৩টি মোবাইল ফোনসহ নগদ ৭শ ৪০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের রহেত আলীর ছেলে হাসমত আলী (২৬), সোলেমান গণির ছেলে পিকআপের চালক রফিকুল ইসলাম (৩৫) ও এন্তাজ আলীর ছেলে আব্দুল করিম (২৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরেফা খাতুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/এসএস