ঢাকা: দারিদ্র্য দূরীকরণ, উন্নয়নসহ তথ্যপ্রযুক্তির আধুনিকতর সেবা দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নরওয়ের দূতাবাসের সঙ্গে যৌথভাবে ‘বিজনেস সাসটেইনিবিলিট-পারসপেক্টিভ অন ক্রিয়েটিং শেয়ারড ভ্যালু’ শীর্ষক সেমিনারে বক্তারা এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে নরওয়েজিয়ান টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর।
সেমিনারের মূল বক্তা টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স কাটইয়া নর্ডগ্রাদ বলেন, টেলিনর বাংলাদেশসহ বিভিন্ন দেশে টেলিযোগাযোগ সেক্টরের উন্নতিতে নিরলসভাবে কাজ করছে। টেলিকম খাতে প্রধান সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ব্যবসায় টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে গ্রামীণফোন বড় ভুমিকা রাখছে। এর মাধ্যমে মানুষের জীবনমানের যেমন উন্নতি হচ্ছে তেমনি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
![](files/September2015/September17/GP_tele_ML1_195828654.jpg)
তিনি বলেন, সবার মাঝে মোবাইলে যোগাযোগের সুবিধা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক ব্যবসায়িক দায়িত্ব অনুশীলন নিশ্চিতকরণে গ্রামীণফোন অবদান রেখেছে। এদেশে ব্যবসার টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে টেলিনর দায়িত্ব সম্পর্কে সচেতনতার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় চার শতাংশ প্রবৃদ্ধি আসে দেশের টেলিকম খাত থেকে। দশ লাখেরও বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগের জন্য পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মারেটে লুন্ডেমো, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাতলূব আহমেদ, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম, সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, ডিএইচএল গ্লোবাল ফলওয়ার্ডিং’র কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী এবং বাংলাদেশে টেলিনরের কান্ট্রি অফিসের চিফ রেসপনসিবিলিটি অফিসার হ্যান্স হেনরিখসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এডিএ/এএসআর