ভোলা: ভোলা সদরের ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ শাজাহান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেমাবর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদকের একটি চালান ভোলায় এসেছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভোলা-ভেদুরিয়া ফেরিঘাট সড়ক এলাকায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী শাজাহানের কাছে গাজাঁ কিনতে যান।
এ সময় শাজাহানকে হাতে নাতে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ