ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদুল আজহা

রাজশাহীতে ফিরতি ট্রেনের আগাম টিকেট ২৩ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
রাজশাহীতে ফিরতি ট্রেনের আগাম টিকেট ২৩ সেপ্টেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে আসা যাত্রীদের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফিরতি ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারইনটেনডেন্ট আমজাদ হোসেন বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।



তিনি বলেন, ওই দিন (২৩ সেপ্টেম্বর) ২৭ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করা হবে এবং পর্যায়ক্রমে পরদিন ২৮ সেপ্টেম্বরের এবং ২৬ সেপ্টেম্বর পাওয়া যাবে ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকেট।

এবার ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন না থাকলেও যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ঈদের তিনদিন আগে থেকেই আন্তঃনগর ট্রেনে একটি করে বগি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে রেল ভ্রমণকে নিরাপদ করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি টিভিতে মনিটরিং ছাড়াও থাকছে বিশেষ টহল ব্যবস্থা। স্টেশনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশের পাশাপাশি সার্বিক পর্যবেক্ষণে থাকবেন র‌্যাব সদস্যর‍া। এছাড়া ইতোমধ্যে বিভিন্ন স্থানে রেল লাইনের মেরামত কাজও শেষ করা হয়েছে।

আমজাদ হোসেন বলেন, জনবল ও কোচ সংকটের কারণে রাজশাহী-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না। তবে ঈদের তিনদিন আগে থেকে রাজশাহী-ঢাকা রুটে চলাচলরত সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু আন্তঃনগর ট্রেনের প্রতিটির সঙ্গে ৯২ আসনের একটি করে বাড়তি বগি যুক্ত করা হবে।

তিনি বলেন, এবার আগে থেকেই রেল লাইন নিয়মিত মেরামত ও পর্যবেক্ষণ কাজ চলছে। তাই ঈদের বাড়তি চাপেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে ঈশ্বরদী-উল্লাপাড়া সেকশনের কৈডাঙ্গা ও শান্তাহার-জয়পুরহাট সেকশনের হলহলিয়া ব্রিজ দুইটি ঝুকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম বলেন, ঈদ মৌসুমে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এজন্য দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই এবার দুর্ঘটনার রোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।