খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সদস্য এবং বাঘাইছড়ি ইউনিটের প্রধান সংগঠক দেবদন্ত ত্রিপুরাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির প্রধান সভাপতি প্রসিত খীসা। পাশাপাশি তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
নির্বিচারে ধরপাকড়, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এলাকায় গণঅসন্তোষ বিক্ষোভে রূপ নিয়ে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তার সব দায়-দায়িত্ব স্থানীয় সেনা-প্রশাসনকে নিতে হবে বলে বিবৃতিতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, বুধবার (১৬ সেপ্টেম্বর) তার কর্মস্থল বাঘাইছড়ি থেকে মোটরসাইকেলে করে দীঘিনালা আসার পথে তাকে কবাখালিতে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা গণবিরোধী ১১ নির্দেশনা প্রত্যাহার করে অবিলম্বে রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয় ওই বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ