ঢাকা: রাজধানীর মিরপুরে ছাদ থেকে পড়ে রমজান আলী (১৮) নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমজান পিরোজপুর জেলার কাউখালীর জমির উদ্দিনের ছেলে। তিনি মিরপুর পাইকপাড়া এলাকায় ৫৪ জোনাকী রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রমজান আজ (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এজেডএস/এটি