ঢাকা: কোরবানির পশুর চামড়া পাচার রোধে রাজধানীর বহিগর্মনের ১৩টি পয়েন্টে চেকপোস্ট বসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার( সেপ্টেম্বর ১৭) দুপুরে ঈদ উল আজহার নিরাপত্তা বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
কমিশনার বলেন, চমড়া পাচার রোধে ১৩টি বহির্গমনে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্ট দিয়ে চামড়া বাইরে যেতে পারবে না। শুধুমাত্র আমিন বাজারে বাধা দেওয়া হবে না।
হেমায়েতপুরে চামড়া প্রক্রিয়াজাত করা হয় বলে রাজধানীর বিভিন্ন এলাকার চামড়া সেখানে যায়। ফলে আমিনবাজারে দিয়ে চামড়াবাহী গাড়ী যেতে পারবে। তবে সে ক্ষেত্রেও যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, কোরবানির ঈদে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া কিনে। এবার যেন তারা এ ধরনের সিন্ডিকেট করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, চকবাজার ও হাজারীবাগে চামড়া ব্যবসায়ীরা যেন চাঁদাবাজির শিকার না হন সেজন্য পুলিশের কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এনএ/আরআই