ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বগুড়ায় নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম ও প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের সাতমাথা এলাকায় জেলায় কর্মরত সাংবাদিক ও বন্ধু প্রতিদিনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।



মানববন্ধন কর্মসূচিতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া’র সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বাংলাদেশ প্রতিদিন বগুড়া’র নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, যুগান্তর বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম, আমাদের সময় বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, দৈনিক উত্তরের খবরের নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, নয়াদিগন্ত বগুড়া’র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, কবি সাংবাদিক এইচ আলিম, ইলিয়াস হোসেন, সবুর আল মামুন, তানসেন আলম, ফটোসাংবাদিক আব্দুস সালাম, আব্দুর রহিম, সময় টিভির বগুড়া’র স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান, যমুনা টিভির বগুড়া প্রতিনিধি মেহেরুল সুজন, চ্যানেল ৯ জেলা প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহী, প্রভাষক জাকারিয়া পারভেজ, সংস্কৃতজন আব্দুল্লাহেল কাফী তারা, খলিলুর রহমান চৌধুরী, মতিয়ার রহমান, জাহেদুর রহমান মুক্তা, সুমন সরদার, সানাউল হক শুভ, যুবনেতা রেজাউল বারী মিন্টু, সাদিকুর রহমান লিটন, আরিফুল ইসলাম, আবু সাঈদ লেলিন, ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন জনি, সজিবুল ইসলাম সজিব প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা অবিলম্বে সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।