পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করেছে।
চট্টগ্রামগামী রাখী পরিবহনের চালক লিটন বাংলানিউজকে বলেন, পাথরঘাটা থেকে সকাল ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসার পর বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে পাথরঘাটা মঠবাড়িয়াগামী হাদী নামের একটি লোকাল বাস ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাখী পরিবহনের জানালার গ্লাস ভেঙে ও ধাক্কায় বাসে থাকা যাত্রীরা আহত হয়।
এদিকে দুর্ঘটনাস্থলে এলাকাবাসীর সহায়তায় আহতদের পিরোজপুরের মঠবাড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত ৩০জনের মধ্যে ৫জন গুরুতর বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পাথরঘাটা থানা উপরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে গিয়ে বাস দুটি আটক করা হয়। রাখী পরিবহনসহ চালক ও সুপারভাইজারকে আটক করলেও হাদী পরিবহনের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ