ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর পল্লবীতে মাদ্রাস‍া ছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
রাজধানীর পল্লবীতে মাদ্রাস‍া ছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকার ৫ নম্বর এভিনিউ ১৫ নম্বর বাড়িতে খাদিজা আক্তার (১৪) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, দাবি তার স্বজনদের।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



খাদিজা মিরপুর-২ নম্বর সেক্টরে স্টেডিয়ামের পাশের একটি মাদ্রাসার বাংলা বিভাগের ৮ম শ্রেণীর ছাত্রী। তিনি বাগেরহাট রামপাল এলাকায় ইসতেফা হাওলাদারের মেয়ে।

তার খালা রোকেয়া আক্তার জানান, ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ায় পল্লবীতে তার বাড়িতে এসে ওঠে খাদিজা। আজ (বৃহস্পতিবার) সকালে এক‍াই বাড়ি যাওয়ার জন্য জেদ শুরু করে। একা যেতে দেওয়া হবে না জানানো হলে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় ডেকে উত্তর না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।