ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সুনামগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।



সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুলের নেতৃত্বে পৌর চত্বর থেকে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি বিক্ষোভ মিছিল সহকারে শহরের তেঘড়িয়ার বিদ্যুৎ অফিসের সামনে ঘোরাও করে রাখেন। এ সময় বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ুব বখত জগলুল।

তিনি বলেন, পাঁচ দিন ধরে ঘনঘন লোড শেডিং, বিদ্যুৎ অফিসের উদাসীনতার কারণে সুনামগঞ্জ সদরসহ কয়েকটি উপজেলা দিনেরপর দিন বিদ্যুৎ বিহীন রয়েছে।

তিনি আরো বলেন, সাতদিনের মধ্যে সুনামগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হয়, তাহলে সুনামগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে বুধবার রাতে একই দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। পরে পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।