কক্সবাজার: বিভিন্ন মেয়াদে মায়ানমারের কারাগারে সাজা ভোগ শেষে ১৬জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মায়ানমারের অভ্যন্তরে ১নম্বর পয়েন্ট অব এন্ট্রি অ্যান্ড এক্সিট এলাকার মংডুতে পতাকা বৈঠক শেষে তাদের ফেরত আনা হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলো, কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাংর আব্দুর রহমানের ছেলে আলি আহমদ, একই এলাকার সৈয়দুল হকের ছেলে নুর কবির ও সারমোল্লার ছেলে বাশাত করিম, লম্বরবিলের জানে আলমের ছেলে আমির হোসেন, শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার রশিদ ইসলামের ছেলে এরশাদ উল্লাহ ও তার সহোদর সৈয়দ উল্লাহ, জামাল উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, জালিয়াপাড়ার সৈয়দ হোসেনের ছেলে আবদুল্লাহ, ক্যাম্পপাড়ার আলতাফ হোসেনের ছেলে জাগির হোসেন, গোদারবিলের সৈয়দ আলমের ছেলে আয়াজ, রুহুল্লারদাবার ফজল আহম্মদের ছেলে আলম, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া লাল মোহাম্মদের ছেলে জাগির হোসেন ও একই ইউনিয়নের দক্ষিণ পাড়ার মমতাজের ছেলে হাশিম উল্লাহ মিয়া, উখিয়ার সোনাপাড়ার আলি আহম্মেদ’র ছেলে নুরুল আলম, পূর্ব মরিচ্যার মৃত গোলাম নবীর ছেলে এনায়েত উল্লাহ এবং চকরিয়া উপজেলার আকিয়াবমনির দেলোয়ার হোসেনের ছেলে মায়াব খান (মিনহাজ)।
৪২ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক আব্দুল হান্নান খান বাংলানিউজকে জানান, দেশে ফেরত ১৬জন বাংলাদেশিকে পরিবারের কাছে পাঠানোর জন্য টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ