রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত সংগঠন দু’টির আয়োজনে শহরের রাজবাড়ী এলাকায় প্রতীকী এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক গৌতম দেওয়ান। এতে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান ও জগৎজ্যোতি চাকমা, আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রায় ১৮ বছর পূর্ণ হতে চললেও এখনো পর্যন্ত সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের নামে নানা টালবাহানা করছে।
পার্বত্য চট্টগ্রামে এখনো সেনাশাসন চলছে উল্লেখ করে বক্তারা বলেন, চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো সরকার বাস্তবায়ন করেনি। পাহাড়ে ভূমি সমস্যা দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ