ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শেরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরে একশো পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের শেরি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের জহুর আলীর ছেলে হাতেম আলী (৩২) ও একই উপজেলার চাঁদগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে বেলায়েত হোসেন (৩৮)।

ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শেরি ব্রিজ এলাকায় তাদের তল্লাশি করে ইয়াবাসহ আটক করা হয়।

শেরপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/ডিবি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।