রাঙামাটি: সব জাতিসত্ত্বার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা নিশ্চিতসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি বাস্তবায়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি সদরের সাপছড়িতে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা।
বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে সব জাতিসত্ত্বার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এখনো দাবি বাস্তবায়নে এগিয়ে আসেনি।
বক্তারা অবিলম্বে ৫ দফা বাস্তবায়ন, রাঙামাটি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিত রাখা, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ