ঝিনাইদহ: জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: গোলাম সারওয়ার ও প্রকাশক এসএম বকস কল্লোলের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ঝিনাইদহ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুলক হক লিকু ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে সাক্ষি করা হয়েছে।
বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
বাদী তার অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল র্দীঘদিন ধরে চক্রান্ত করে আসছে। যার কারণে গত ১২ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময় পত্রিকায় ‘ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি ঘিরে বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশিত হয়।
অপরদিকে সংবাদ প্রকাশের পর ১৩ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই পত্রিকা অফিসে একটি লিখিত প্রতিবাদ পাঠালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। এ সংবাদের কারণে জাতীয় ও আঞ্চলিক নেতাদের মানহানি করা হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে তিনি অভিযোগ উল্লেখ করেন।
বাদী পক্ষের মামলাটি পরিচালনা করেন ঝিনাইদহ জজ কোর্টের অ্যাভোকেট আব্দুল মান্নান।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ