শেরপুর: দেশের উন্নয়নে নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে শেরপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাধবপুর কর কার্যালয়ের পাশের মাঠে শেরপুর চেম্বার অব কামার্সের সভাপতি ও ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাহী সদস্য মো. মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে শেরপুর সার্কেলের উপ-কর কমিশনার মো. মোখলেছুর রহমান, শেরপুর সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) আব্দুল মোত্তালি, কর আইনজীবী সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম পনির প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এটি।