রংপুর (বদরগঞ্জ): রংপুরের বদরগঞ্জ উপজেলায় বন্ধ ইট ভাটার চিমনি সরাতে গিয়ে ইটের স্তূপের নিচে চাপা পড়ে চেকু মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমরুলবাড়ি আশমতপাড়ার ইউবিএল নামক ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চেকু মিয়া উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মোকসেদপুর বানিয়াপাড়ার শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে ইউবিএল নামে বন্ধ ভাটার চিমনি সরাচ্ছিলেন চেকু। এসময় হঠাৎ ইটের স্তূপ তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় অন্য শ্রমিকরা চেকুকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. শাহিনা সরকার তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এসআই