ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে সেতু মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-১২ সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ২শ’ বোতল ফেনসিডিল, ৮২ বোতল হুইস্কি ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। সেতু মিয়া উপজেলার কাশিনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে।

বিজিবি-১২ সূত্র জানায়, স্থানীয় সিঙ্গারবিল বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল দুপুরে কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে তারা ২শ’ বোতল ফেনসিডিল, ৮২ বোতল হুইস্কি ও ৫১ পিস ইয়াবাসহ সেতু মিয়াকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, কসবা বিওপি সদস্যরা ৬০ বোতল হুইস্কি, আখাউড়ার ঘাগুটিয়া বিওপি সদস্যরা ২২ বোতল হুইস্কি আটক করে।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।