ফেনী: জাতীয় শিক্ষা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে ফেনীতে ৠালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ট্রাংক রোড থেকে ৠালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখা এ ৠালি ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী, সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঞাঁ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করে এ সরকার যে ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টম্বর ১৭, ২০১৫
এটি