সাভার (ঢাকা): বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সিভিল সার্ভিসের ৩৬৬ জন নবীন কর্মকর্তাকে সনদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাভারের বিপিএটিসি প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নবীন কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন।
তিনি বলেন, যারা প্রশিক্ষণ নিলেন সবাই নিজ নিজ কর্মস্থলে যোগদান করে দেশের উন্নয়নে সস্পৃক্ত হবেন। বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলায় গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতেও আহ্বান জানান সৈয়দ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদিক, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও বিপিএটিসির রেক্টর এ.কে.এম. আব্দুল আউয়াল মজুমদার।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ