ময়মনসিংহ: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী পলাতক জেএমবি সদস্য মেহেদী হাবিব মো. রফিককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ সুমন র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটককৃত মেহেদী আত্মগোপনে থেকে জেএমবি’র সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন। তিনি জামালপুর সদর থানার ইকবালপুর এলাকার কফিল উদ্দিনের ছেলে।
লে. কর্নেল এনামুল আরিফ সুমন বাংলানিউজকে জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে গাজীপুর জেলার বোর্ড বাজার বটতলা এলাকার হাজী মতিউর রহমানের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জঙ্গি রফিকের বিরুদ্ধে ময়মনসিংহ জজকোর্টসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তিনি এসব মামলার পলাতক আসামি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম