ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পিসিপি কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



পিসিপি কলেজ সভাপতি মুইউয়া মং মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, পিসিপি জেলা সভাপতি উবাচিং মারমা, সাধারণ সম্পাদক উকিহ্লা মারমা, হিল উম্যান্স ফেডারেশনের সভানেত্রী অনন্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান কলেজ শাখার সাধারণ সম্পাদক চনুমং মারমা, সাংগঠনিক সম্পাদক বামং মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো- পাহাড়িদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটা বৃদ্ধি, পাহাড়ি অধ্যুষিত জেলাগুলোতে শিক্ষা প্রসারের উদ্যোগ গ্রহণ, প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সর্বোপরি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা।

এর আগে মধ্যমপাড়ার জেএসএস দলীয় কার্যালয়ের সামনে থেকে পাহাড়ি সংগঠনগুলোর নেতাকর্মীরা সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বান্দরবান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাহাড়ি ছাত্রছাত্রীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।