ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে রক্ষিত প্রত্নসম্পদ জাতীয় যাদুঘরে প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পঞ্চগড়ে রক্ষিত প্রত্নসম্পদ জাতীয় যাদুঘরে প্রেরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় রক্ষিত বিভিন্ন সময়ে সংগৃহীত প্রত্নসম্পদ বাংলাদেশ জাতীয় যাদুঘরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বাংলাদেশ জাতীয় যাদুঘরের উপ-কীপার (সম) মো. সিরাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রত্নসম্পদ হস্তান্তর করেন।



ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সম্বলিত এই প্রত্নসম্পদগুলোর মধ্যে রয়েছে ১৮৪০ সালের রানী ভিক্টোরিয়ার আমলের ২০২টি রৌপ্য মুদ্রা ও একটি লক্ষ্মী মূর্তি।

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে উদ্ধার হওয়া একটি লক্ষ্মী মূর্তি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলার রহমান ২০১১ সালে এবং জেলার আটোয়ারী উপজেলায় উদ্ধার হওয়া ২০২টি রৌপ্য মুদ্রা আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ২০১৪ সালের জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বাংলানিউজকে বলেন, ট্রেজারি শাখায় রক্ষিত এই প্রত্নসম্পদগুলো পাঠানোর জন্য আমরা জাতীয় যাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে বৃহস্পতিবার এগুলো আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হল। এই প্রত্নসম্পদগুলো পাঠানোর মাধ্যমে পঞ্চগড় জেলাও বাংলাদেশ জাতীয় যাদুঘরের ইতিহাস-ঐতিহ্যের অংশ হলো বলে তিনি জানান।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম আজম, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিকাশ বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।