ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বগুড়ায় ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আন্তর্জাতিক শিক্ষা বাণিজ্য প্রতিরোধ দিবস উপলক্ষে বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মিছিল ও সমাবেশ করেছে।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা শহরের সাতমাথা এলাকায় এ মিছিল ও সমাবেশ করেন।



জেলা ছাত্রফ্রন্ট শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-ছাত্রনেতা শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, মাসুকুর রহমান ধনঞ্জয় বর্মন, আল আমিন প্রধান তারেক, শুভ কুমার বর্মন প্রমুখ।

বক্তরা শিক্ষার ওপর দেশি-বিদেশি পুঁজিবাদের আগ্রাসন রুখতে দেশের সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/টিআই                                                                          



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।