ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

নানী-ভাইয়ের পাশে সমাহিত আমান মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
নানী-ভাইয়ের পাশে সমাহিত আমান মওদুদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: নানী মমতাজ জসীম উদ্দীন (পল্লীকবি জসীম উদ্দীনের স্ত্রী) ও বড় ভাই আসিফ মওদুদের পাশে সমাহিত হলেন ব্যারিস্টার মওদুদ আহমদের ছোট ছেলে আমান মমতাজ মওদুদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীম উদ্দীনের মাজার প্রাঙ্গণে নানী মমতাজ জসীম উদ্দীনের কবরের পশ্চিম পাশে দাফন করা হয় নাতি আমানের মরদেহ।



বিকেল চারটা ২০ মিনিটে হেলিকপ্টারে করে আমানের মরদেহ নিয়ে গোবিন্দপুরে পৌঁছান তার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মা হাসনা মওদুদসহ পরিবারের অন্য সদস্যরা। বিকেল সাড়ে চারটার দিকে তার নানা পল্লীকবির বাড়ি সংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে আমানের তৃতীয় ও সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান অম্বিকাপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল আওয়াল।
  
এরপর মরহুমের মরদেহ পল্লীকবির মাজার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। পরে মাজার প্রাঙ্গণে নানী মমতাজ জসীমউদ্দীনের কবরের পশ্চিম পাশে দাফন করা হয় তাকে।

এ সময় আমান মওদুদের বাবা মওদুদ আহমদ ও মা হাসনা জসীম উদ্দীন মওদুদ ছাড়াও খালা পল্লীকবির মেয়ে আসমা তৌফিক জসীম উদ্দীন, মামা কবির ছেলে খুরশিদ আনোয়ার, সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমানের বড় ভাই আসিফ মওদুদও নানা-নানীর কবরের পাশে শায়িত রয়েছেন। ১৯৮০ সালের ৩০ মার্চ মওদুদ আহমদের বড় ছেলে আসিফ মওদুদ মাত্র ১২ বছর বয়সে মারা যান। তাকেও তার নানা পল্লীকবি জসীম উদ্দীন ও নানী মমতাজ জসীম উদ্দীনের কবরের পশ্চিম পাশে কবর দেওয়া হয়।
 
বাদ জোহর ঢাকার হাইকোর্ট মসজিদে আমান মমতাজ মওদুদের দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। মসজিদ কমপ্লেক্সের ভেতরে এ জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ব্যারিস্টার মওদুদ আহমদসহ সিনিয়র আইনজীবীরা।

এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আমানের প্রথম নামাজে জানাজা।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ছেলের মরদেহ নিয়ে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদ আহমদ। সেখান থেকে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় আমানের মরদেহ।
 
বুধবার রাতে আমানকে শেষবারের মতে দেখতে গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. গওহর রিজভী, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আত্মীয় স্বজনেরা।

রাতে আমানের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে নিয়ে যাওয়া হয় নোয়াখালীতে।
 
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমান মমতাজ মওদুদ।
 
চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হার্ট অ্যাটাক হয় আমানের। এরপর অবস্থার অবনতি হলে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ছেলেকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর রওনা দেন মওদুদ আহমদ ও হাসনা মওদুদ। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে এয়ার অ্যাম্বুলেন্সে মারা যান আমান মমতাজ মওদুদ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএসআর

** হাইকোর্টে আমানের জানাজা সম্পন্ন, ফরিদপুরে দাফন বিকেলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।