ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৮ম জাতীয় বেতন স্কেলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
কুড়িগ্রামে ৮ম জাতীয় বেতন স্কেলের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূনর্বহালসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।



মানববন্ধন চলাকালে সমাবেশে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান এনামুল হক, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি রুহুল আমিন, কফিল উদ্দিন, বাবু নারায়ণ চন্দ্র রায় ও আখতারুল ইসলাম প্রমুখ।
 
বক্তারা ঈদের মধ্যে সব দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে বলেন, অনতি বিলম্বে দাবি আদায় না হলে, ঈদের পর ঢাকা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।