ভোলা: অস্টম জাতীয় পে-স্কেলে টাইম স্কেলসহ সিলেকশন গ্রেড পুনর্বহাল ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ভোলার ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রেসক্লাব চত্বরের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. আলী বেলাল, ভোলা সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, শাখাওয়াত হোসেন সোহাগ ও আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড উঠিয়ে দিয়ে শিক্ষকদের অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি করা হয়েছে।
অনতিবিলম্বে দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাবেন সরকারি শিক্ষকরা। পরে শিক্ষক নেতারা ভোলা প্রেসক্লাবে একই দাবিতে সংবাদ সম্মেলন করেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আইএ