ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নোমান গ্রুপের মালিককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নোমান গ্রুপের মালিককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছবি: প্রতীকী

ঢাকা: নোমান গ্রুপের মালিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা।

রোববার (০৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে জানানো হয়, কারখানার সিনিয়র জিএম মাসুম আজাদকে শারীরিক নির্যাতন ও জীবননাশের হুমকি দিয়েছেন নোমান গ্রুপের মালিক।

মানববন্ধনে অংশ নেওয়া ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ বলেন, এ দেশের অর্থনীতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। অথচ আজ তাদের ওপর বর্বর অত্যাচার চালানো হচ্ছে। তাদের জীবন আজ হুমকির মুখে। আমরা চাই, নোমান গ্রুপের মালিককে অবিলম্বে গ্রেফতার করা হোক।

এদিকে, মানববন্ধন চলাকালে নোমান গ্রুপের মালিকপক্ষ থেকে একটি মামলার ফটোকপি বিলি করা হয় সংবাদ কর্মীদের মধ্যে। এতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময় নোমান গ্রুপের কাপড় মাসুম আজাদ নিজস্ব প্রতিষ্ঠানে নিয়ে যেতেন। তাছাড়াও তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে। ভালুকা থানায় মাসুম আজাদের বিরুদ্ধে তিন কোটি টাকা চুরির মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
ইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।