কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মন্টু (৩৮) নামে এক ব্যক্তিকে চোখ উপড়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মন্টু উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। তিনি ঘটক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি বন্ধ পায়। এরপর তাকে খুঁজে কোথাও পাওয়া যায়নি।
রোববার সকালে পরানখালি আওড়ের বিলের ফাঁকা মাঠে মন্টুর গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া ও চোখ উপড়ানো মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এমজেড