ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় কামাল হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক কুট্টাপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী কামাল রাস্তায় ছিটকে পড়েন।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কামালকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। এ সময় সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সার্জেন্ট জাহাঙ্গীর আরও বলেন, পণ্যবাহী ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এমজেড