নোয়াখালী: বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) ও বৃহত্তর কুমিল্লাসহ ৬টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাইজদীর প্রধান পয়েন্ট টাউন হলের মোড়ে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
রোববার (০৮ নভেম্বর) বেলা ১১টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদী বাজার থেকে থেকে সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারব্যাপী দীর্ঘ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বক্তারা জানান, নোয়াখালী বিভাগের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলতে থাকবে। আগামীতে আরো জোরালো ও ব্যাপক আকারে বিভিন্ন জেলা থেকে একযোগে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর