ফেনী: জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আবেদীন দীপন হত্যায় জড়িত সন্দেহে ফেনীর ফুলগাজী থেকে আটক মুফতি জাহিদুল হাসান মারুফকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যায় কোনো সম্পৃক্ততা না থাকায় শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ছেড়ে দেওয়া হয়।
বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন মুফতি মারুফের বাবা মুফতি হাবিবুল্লাহ।
তিনি জানান, রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে শনিবার বিকেলে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
এরআগে শুক্রবার (৬ নভেম্বর) মারুফকে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রাম থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি তারকুচা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর
** দীপন হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসা শিক্ষক আটক