আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে ১২০পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ নারায়ণপুর গ্রামের ডালিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করা গেলেও, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডালিম মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্ভর ০৮, ২০১৫
এটি।