সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া নতুন বাজার এলাকায় পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় নিখিলেশ রায় (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিখিলেশ রায় সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের মৃত অজিত রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজারের কাছে ট্রাক্টরের পেছনের ডালায় বালু নিয়ে ঢালু জমি থেকে ওপরে ওঠার চেষ্টা করছিলেন নিখিলেশ। এসময় ডালার শিকল ছিঁড়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া উপজেলার খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান জিয়া জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই