ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দাবি আদায় না হলে ঘরে ফিরবেন না শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
দাবি আদায় না হলে ঘরে ফিরবেন না শিক্ষকরা ছবি: প্রতীকী

ঢাকা: দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

রোববার (০৮ নভেম্বর) আন্দোলনের ১৪তম দিনেও বিভিন্ন স্লোগান দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তারা।



স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করার দাবিতে এ আন্দোল করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক লাভলু ঘোষণা দেন ‘আমরা নাছোড়বান্দা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা মাঠ ছাড়বো না, ঘরে ফিরে যাবো না। ’

গত ২৬ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসইউজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।